Saturday, 21 November 2015

বাংলা বাউল গান (Bangla baul gan) – গাড়ি চলে না - শাহ আব্দুল করিম

বাউল শাহ আব্দুল করিম অবশ্যই বাংলাদেশের একটি রত্ন ছিলেন। তিনি বাংলাদেশের সঙ্গীতে অনেক কিছু দিয়ে গেছেন। গাড়ি চলে না গানটি তারই একটি অবদান। সম্প্রতি এই গানটি অনেকে রিমিক করেছেন। তবে তার মধ্যে বাপ্পা মজুমদার এবং সঞ্জীব চৌধুরীর পরিবেশনাটি অন্যতম। সেটি আব্দুল করিমের যুগ থেকে আজ অবধি এই গানটি সমান ভালো জনপ্রিয় হবে আছে। তার আরও বাংলা বাউল গান এর লিরিক্স এবং ডাউনলোড লিঙ্ক পেতে ঘুরে আসুন এখানে 

No comments:

Post a Comment